Site icon Jamuna Television

‘ইউক্রেনকে এফ-১৬ জেট দেয়া ন্যাটোর সম্পৃক্ততার শামিল’

ইউক্রেনকে এফ সিক্সটিন সরবরাহ করা হলে প্রশ্ন উঠবে সংঘাতে ন্যাটোর সম্পৃক্ততা ইস্যুতে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। খবর রয়টার্সের।

রুশ রাষ্ট্রদূত বলেন, এফ সিক্সটিন পরিচালনার মতো অবকাঠামো নেই ইউক্রেনে। রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় লোকবল বা পাইলট পর্যন্ত নেই। ন্যাটো ঘাঁটি থেকে মার্কিন ফাইটার জেট সরবরাহ ও তা পরিচালনায় বিদেশি ভলান্টিয়ার নিয়োগ ইস্যুতে প্রশ্ন তোলেন তিনি।

আন্তোনভ বলেন, ক্রাইমিয়ার ওপর কোনো ধরনের হামলা হলে তা বিবেচনা করা হবে রাশিয়ার ওপর হামলা হিসেবে। মস্কোর তরফ থেকে কড়া জবাব মিলবে বলেও হুঁশিয়ারি দেন। ভ্লাদিমির পুতিনের বারবার সতর্কবার্তার পরও কিয়েভকে এফ সিক্সটিন ফাইটার জেট সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এটিএম/

Exit mobile version