Site icon Jamuna Television

গাজীপুর সিটি নির্বাচনের পরিবেশ ভালো আছে: আজমত উল্লা খান

গাজীপুর সিটি নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। বলেন, নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন।

সোমবার (২২ মে) সকালে গাজীপুরে ভোটের প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

আজমত উল্লা খান বলেন, গাজীপুরবাসী নৌকাতে ভোট দিবে। এবার আর ভোটাররা কোনো টোপে পা দিবে না। মিথ্যাচার করে লাভ হবে না। ভোটের পরিবেশ অনেক সুন্দর আছে বলেও জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন দূতাবাসে চিঠি দিয়ে ভোটের পরিবেশ নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আজমত উল্লা খান। বলেন, এসব করে এবার লাভ হবে না।

এদিকে, সকালে টঙ্গীতে নিজ বাসায় নেতা কর্মী সমর্থকদের সাথে কথা বলেন নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version