Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত ইতালি, দুর্গত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জর্জিয়া

ইতালির বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২১ মে) জানান আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণের পর শিগগিরই ঘোষণা করা হবে সরকারি সহায়তা। খবর সিএনএনের।

বন্যা মোকাবেলায় স্থানীয় অধিবাসী এবং স্বেচ্ছাসেবীদের ভূমিকার জন্য সাধুবাদ জানান তিনি। বলেন, দুর্যোগের মুহুর্তে জরুরি বিভাগের উদ্যোগ ছিলো প্রশংসনীয়। গেলো সপ্তাহ থেকেই বন্যায় প্লাবিত ইতালির উত্তরাঞ্চল। পানিবন্দি লাখো মানুষ। বাস্তুচ্যুত হতে বাধ্য হন ৩৬ হাজারের বেশি মানুষ। তাদের হেলিকপ্টার এবং ভেলার মাধ্যমে সরানো হয় আশ্রয় শিবিরে। কিছু জায়গায় পানি কমায়, নিজস্ব ঘরবাড়িতে ফিরছেন অধিবাসীরা। এখনও শরণার্থী কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ।

চলমান প্রাকৃতিক দুর্যোগে ১৪ জন প্রাণ হারিয়েছেন।

এটিএম/

Exit mobile version