Site icon Jamuna Television

ইউরোপীয় ইউনিয়নে অর্ন্তভুক্ত হওয়ার দাবিতে রাস্তায় হাজার হাজার মলদোভা নাগরিক

ইউরোপীয় ইউনিয়নে অর্ন্তভুক্ত হওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন মলদোভার নাগরিকরা। রোববার (২১ মে) রাজধানীতে জড়ো হন ৭৫ হাজার বাসিন্দা। খবর আল জাজিরার।

এ সময় পশ্চিমাপন্থি সরকারের সমর্থনে তারা শ্লোগান দেন। তাদের অভিযোগ, রাশিয়া তাদের দেশে অস্থিরতা ছড়াতে চাইছে। সমাবেশে ওড়ানো হয় ইইউ’র পতাকা। মূলত, প্রেসিডেন্ট মাইয়া সান্দু’র ডাকে আয়োজনে যোগ দেন হাজার-হাজার মানুষ।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় জোটের অর্ন্তভুক্ত হতে চায় তাঁর দেশ। তার অভিযোগ, সেই প্রক্রিয়া বানচাল করতে চাইছে পুতিন প্রশাসন। রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে, মলদোভায় আশ্রয় নিয়েছেন ৭ লাখ ৮০ হাজারের বেশি মানুষ।

এটিএম/

Exit mobile version