Site icon Jamuna Television

এমবাপ্পের জোড়া গোলে লিগ শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

ছবি: সংগৃহীত

এমবাপ্পের জোড়া গোলে অক্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। টানা দ্বিতীয় শিরোপার জন্য শেষ দুই রাউন্ড থেকে এখন কেবল ১ পয়েন্ট দরকার ফরাসি জায়ান্টদের।

প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে পিএসজি। ষষ্ঠ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটে স্কোরলাইন ২-০ করেন এমবাপ্পে। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে পিএসজিকে চেপে ধরে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় দ্রুত। ৫১ মিনিটে চমৎকার শটে ব্যবধান কমান লাসিয়েন সিনায়োকো।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালে বল পাঠিয়েছিলেন এমবাপ্পে। মেতে উঠেছিলেন হ‍্যাটট্রিকের আনন্দে। কিন্তু তিনিই অফসাইডে থাকায় বাতিল হয় সে গোল । শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা। ৩৬ ম‍্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির।

/এম ই

Exit mobile version