Site icon Jamuna Television

আইপিএলে কোহলির সেঞ্চুরির রেকর্ড

ছবি: সংগৃহীত

আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শত রান করে নতুন রেকর্ড গড়েছেন ভিরাট কোহলি। আইপিএলে এ নিয়ে মোট ৭টি সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় এই তারকা। আইপিএল ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক এখন আধুনিক ক্রিকেটের এই গ্রেট।

চলতি আইপিএলে দ্বিতীয়বারের মতো শত রানের দেখা পেয়েছেন ভিরাট কোহলি। দল জয় পায়নি, বিদায় নিতে হয়েছে আরসিবিকে। তবে এই সেঞ্চুরি দিয়েই ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি। ৬টি সেঞ্চুরি করে এতদিন আইপিএলে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি ছিল ‘ইউনিভার্স বসের’ কাছে।

আগের ম্যাচে সেঞ্চুরি করে গেইলকে ছুঁয়েছিলেন কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন ভারতের সাবেক এই অধিনায়ক। সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটার জস বাটলার।

আরও পড়ুন: বৃথা গেলো কোহলির সেঞ্চুরি, আইপিএল থেকে বিদায় বেঙ্গালুরুর

/এম ই

Exit mobile version