Site icon Jamuna Television

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’ এই স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

সোমবার (২২ মে) দিনটি উপলক্ষে সকালে বন অধিদফতরের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় তিনি জীববৈচিত্র্য রক্ষায় দেশের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি; পরিবেশের সুরক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এদিকে, জীববৈচিত্র্য দিবস উপলক্ষে দিনব্যাপী দেশের বিভিন্নস্থানে নানা কর্মসূচি পালিত হবে।

ইউএইচ/

Exit mobile version