Site icon Jamuna Television

রংপুরে ইয়াবা-হিরোইনসহ ২ কারবারি গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর ধুমখাটিয়া তালতলা এলাকা থেকে ইয়াবা ও হিরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২২ মে) র‍্যাব-১৩ রংপুরের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, সকালে মহানগরীর মাহীগঞ্জ থানার ধুমখাটিয়া তালতলার মোড় পাবলিক লাইব্রেরি এলাকার হৃদয়ের চায়ের দোকানের সামনে ইজিবাইক থামিয়ে তাতে তল্লাশি চালায় র‍্যাব। এ সময় তাদের কাছে থেকে ৪৭০ পিস ইয়াবা এবং এক গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, পীরগাছার গঙ্গানারায়ণ এলাকার আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান (৩৮) এবং কালিগঞ্জ হারিয়াপাড়া এলাকার মৃত হোসেন আলীর পুত্র মোক্তার হোসেন (৩২)।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দিয়ে গ্রেফতারকৃতদের মাহিগঞ্জ থানায় হস্তান্তর করার কথাও জানিয়েছে র‍্যাব।

এএআর/

Exit mobile version