বাণিজ্য ঘাটতির কারণে ডলার সংকট তৈরি হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার চাপ থেকে অনেকটাই বেরিয়ে আসছে ব্যাংকিং খাত। ২-১ টা ব্যাংক ছাড়া বাকি সবাই তাদের দায় পরিশোধ করেছে।
সোমবার (২২ মে) সকালে ‘বাংলাদেশ ব্যাংকিং সেক্টর আউটলুক’ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। সংগঠনটির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এ সময় জানান, সব ব্যাংকের নেট ওপেন পজিশন বেড়েছে। তবে আমদানি-রফতানি কার্যক্রম ২০১৮-১৯ সালের অবস্থায় যেতে আরও সময় লাগবে। সংকটের সময় ডলার নিয়ে কোনো ব্যাংক কারসাজিতে যুক্ত ছিল না বলে এবিবির কর্মকর্তারা দাবি করেন।
তাদের দাবি, সুদের হার বাজারভিত্তিক হওয়া উচিৎ। সংগঠনটি জানায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা সবসময় করা সম্ভব হয়ে উঠে না। সুদের হার নিয়ন্ত্রণে থাকার কারণে করোনার মধ্যে অর্থনীতি পুনরুদ্ধার দ্রুত হয়েছে।
এবিবি আরও বলছে, বাণিজ্যের আড়ালে অর্থ পাচার কমেছে। তদারকি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কমিয়ে আনতে আইনি সহায়তার তাগিদও দেয়া হয়।
/এমএন

