Site icon Jamuna Television

বর্গীদের মতো লুটপাটতন্ত্র কায়েম করেছে আ. লীগ: মির্জা ফখরুল

বর্গীদের মতো আওয়ামী লীগ লুটপাটতন্ত্র কায়েম করেছে। দুর্নীতি রোধ করে নীতি সংস্কার করা না হলে বাংলাদেশ মধ্য আয়ের দেশ থাকবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে জ্বালানি খাত নিয়ে ‘এ্যাব’ আয়োজিত গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশটাকে ফোকলা করে দেয়া হচ্ছে। ঋণের বোঝা এতো চাপানো হচ্ছে, যা ভবিষ্যতে বহন করা সম্ভব হবে না।

দেশের অর্থনীতি ক্রমান্বয়ে রসাতলে যাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, উন্নয়নের রোল মডেল সামনের দিনে ব্যর্থ রাষ্ট্রের রোল মডেলে পরিণত হবে।

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ জোর করে টিকে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গোটা রাষ্ট্রকে পরিকল্পিতভাবে পরনির্ভরশীল ও রাজনৈতিকভাবে কুক্ষিগত করে রাখার পরিকল্পনা আওয়ামী লীগ সরকারের।

ইউএইচ/

Exit mobile version