উপমহাদেশের প্রেক্ষাপটে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচন কমিশনে সোমবার (২২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জানান, কোনো প্রার্থীর এজেন্ট বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে অনিয়ম হলে কমিশন আগের চেয়ে আরো কঠোর হবে বলেও জানান তিনি।
মো. আলমগীর বলেন, প্রতিটি নির্বাচনী বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। বুথের কার্যক্রম ঢাকা থেকে পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররা।
/এমএন

