ইতালিতে এটনা আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। অগ্নুৎপাতের পর ছাই আর কাদায় ঢেকে গেছে দেশটির পূর্বাঞ্চলের বিভিন্ন শহর। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কাতানিয়া শহরে। খবর ইউরো নিউজের।
কর্তৃপক্ষ জানায়, রোববার (২১ মে) ধোঁয়া আর ছাইয়ের কারণে কয়েক ইঞ্চি পুরু কাদার আস্তরণ জমে গেছে কাতানিয়া বিমান বন্দরে। ফলে বাতিল করা হয়েছে সব ফ্লাইট।
এছাড়াও শহরজুড়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পরিস্থিতি বিবেচনায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ১৯৯২ সালের পর এই প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হলো এটনা আগ্নেয়গিরিতে।
এসজেড/

