দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারালেন কমপক্ষে ৩ ফিলিস্তিনি। সোমবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এপির।
বিবৃতিতে জানানো হয়, ভোররাতে বালাতা শরণার্থী শিবির ঘেরাও করে ইহুদি সেনারা। এসময় বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভাঙা হয়। চালানো হয় এলোপাতাড়ি গুলিও। এ সময় সেখানে অ্যাম্বুলেন্স ও সংবাদকর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি।
এদিকে, এ বছরের সবচেয়ে বড় অভিযান হিসেবে এটিকে আখ্যা দিয়েছে ফিলিস্তিন। জানানো হয়, নিহতরা ২৪ থেকে ৩২ বছর বয়সী। সবাই নাবলুসের অধিবাসী। চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আড়াই শতাধিক ফিলিস্তিনি।
এসজেড/

