মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে নেমে আসার সময় অস্ট্রেলিয়ান এক আরোহীর মৃত্যু হয়েছে। খবর দ্য গার্ডিয়ান’র।
অস্ট্রেলিয়ান ওই ব্যক্তির নাম জেসন কেনিনসন। এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচুতে ওঠার পর যখন তিনি নিচে নেমে আসতে ছিলেন তখন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
তার পরিবার জানায়, জেসন কেনিনসন তার লক্ষ্যে পৌঁছেছেন ঠিকই। কিন্তু আমাদের মাঝে আর ফিরে আসতে পারেনি।
এশিয়ান ট্রাকিং চিফ দাওয়া স্টিভেন শেরপা বলেন, জেসনের অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। আমরা আশা করছিলাম তাকে ক্যাম্প ৪ এ নামিয়ে আনতে পারলে পুনরায় অক্সিজেন সরবরাহ করতে পারবো। কিন্তু সেটি সম্ভব হয়নি। এর আগেই সে মারা যায়।
/এনএএস

