সৌদি আরবের জন্য বিরল সম্মান বয়ে আনলেন দেশটির প্রথম মুসলমান নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পৌঁছেছেন রায়ানাহ বার্নাবি। সেখানে পৌঁছে পাঠিয়েছেন বার্তাও। খবর আল জাজিরার।
রোববার বিকালে (২১ মে) ইলন মাস্কের মালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমান তিনি। সৌদি আরবের ব্রেস্ট ক্যান্সার গবেষক রায়ানাহ।
এই অভিযানে তার সাথে রয়েছেন তার দেশেরই যুদ্ধবিমানের পাইলট ও নভোচারী আলি আল-কারনি। দলে আরও আছেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটসন ও জন শফনার।
মহাশূন্যে এক সপ্তাহ থাকবেন তারা। আগামী ২৯ মে অবতরণ করবেন ফ্লোরিডার দক্ষিণ উপকূলে। রায়ানাহ প্রথম বার্তায় জানান, ক্যাপসুলে বসে পৃথিবী দেখার অনুভূতি অতুলনীয়।
এসজেড/

