Site icon Jamuna Television

নোয়াখালীতে পরীক্ষায় বন্ধুর প্রক্সি দেয়ায় যুবকের কারাদণ্ড

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে চলমান এসএসসি’র ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষায় প্রক্সি দেয়ায় হাসিবুর রহমান (২০) নামের এক যুবককে আটক ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশ্রাফুর রহমান নামে এক বন্ধুর প্রক্সি দেয়ার সময় তাকে আটক করা হয় হাসিবুরকে।

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সেন্টারে ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, ওই তরুণের প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে অন্যের প্রক্সি দেয়ার কথা স্বীকার করে। পরে ওই তরুণকে সাজা দিয়ে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। আর, প্রকৃত ছাত্র আশ্রাফুর রহমানকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

/এসএইচ

Exit mobile version