Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিনিধি পরিষদ: মার্কিন হাউজ স্পিকার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এমনটি জানিয়েছেন হাউজ স্পিকার ও রিপাবলিকান সিনেটর কেভিন ম্যাকার্থি। তিনি বলেন, সর্বোচ্চ ঋণের সীমা বাড়ানো ইস্যুতে এরইমধ্যে প্রেসিডেন্টের সাথে ফোনালাপ হয়েছে। খবর রয়টার্সের।

মূলত, ঋণ ইস্যুতে গত ক’দিন ধরেই তোলপাড় মার্কিন রাজনীতি। বাইডেন প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের সীমা বাড়াতে ব্যর্থ হলে ৩১ ট্রিলিয়ন ডলারের খেলাপি হবে কেন্দ্রীয় সরকার। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের দাবি, খরচ না কমানো হলে প্রস্তাবে তারা ভোট দেবেন না।

তবে পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে কেভিন ম্যাকার্থি বলেন, একটি বিষয় স্পষ্ট যে, যদি আমরা কোনো সমঝোতায় না আসতে পারি তাহলে ভয়াবহ সংকটে পড়বে মার্কিন অর্থনীতি। তাই এটা আমরা কোনোভাবেই হতে দেবো না। যেসব ইস্যুতে আমাদের মধ্যে বিভাজন ছিল এরইমধ্যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে ফোনালাপে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুতই আমরা সমাধানে পৌঁছাবো।

এসজেড/

এসজেড/

Exit mobile version