Site icon Jamuna Television

এরদোগানকে সমর্থন দেয়ার কথা জানালেন তৃতীয় স্থান পাওয়া ওগান

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন মোড় নিয়েছে। নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া সিনান ওগান রিসেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন। খবর আল জাজিরা’র।

সমর্থকদের উদ্দেশে ওগান বলেন, আমরা অনেক চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, দেশ ও জাতির জন্য আমাদের সিদ্ধান্ত সঠিক।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সাথে বৈঠক করেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দীর্ঘ ৫০ মিনিট ধরে হয় এ বৈঠক।

প্রথম ধাপের নির্বাচনে ৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন মধ্য ডানপন্থী নেতা ওগান। শুরু থেকেই তাকে বিবেচনা করা হচ্ছে কিং মেকার হিসেবে। প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায়, ২৮ মে দ্বিতীয় ধাপের ভোট হবে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে।

/এনএএস

Exit mobile version