Site icon Jamuna Television

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিন কারখানাকে অর্থদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ১৬০ কেজি পলিথিন উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। এ সময় মেসার্স মঞ্জুরুল পিপিআর প্রতিষ্ঠানের মালিক লাবনী আক্তারকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোমবার (২২ মে) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত র‌্যাব-৬ এর একটি দল এবং ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর হয়।

এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১)(৪)(ক) ধারা মোতাবেক মেসার্স মঞ্জুরুল পিপিআর প্রতিষ্ঠানের মালিক লাবনী আক্তারকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় জব্দকৃত ১৬০ কেজি পলিথিন উদ্ধার পূর্বক ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version