Site icon Jamuna Television

থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ে স্কুলের ছাদ ধসে চার শিশুসহ নিহত ৬

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড়ে স্কুল ঘরের ছাদ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চার শিশুসহ ৬ জন। সোমবারের এই দুর্যোগে গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে প্রাণে বাঁচতে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে ধসে পড়ে স্কুলের ইস্পাতের ছাদ। ঘটনাস্থলেই প্রাণ যায় ছয় জনের। শিক্ষার্থী ছাড়াও একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়। শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। বাকিরা মারাত্মকভাবে জখম হয়েছেন।

দেশটির আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে বৈরী পরিবেশ থাকবে।

ইউএইচ/

Exit mobile version