চরম অনিশ্চয়তার মধ্যেই সুদানে শুরু হলো এক সপ্তাহের অস্ত্রবিরতি। সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত পৌনে ১০টায় কার্যকর হয় সিদ্ধান্তটি। খবর বার্তা সংস্থা এপির।
খবরে বলা হয়, অস্ত্রবিরতির আগেও রাজধানী খার্তুমে বিরোধীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
গত শনিবার সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিরতিতে সম্মত হয় বিবদমান পক্ষগুলো। তবে শান্তি আলোচনার ব্যাপারে কোনো পূর্বাভাস দেয়নি তারা। মানবিক করিডর ব্যবহারের মাধ্যমে দুর্গতদের উদ্ধার করতেই এ সম্মতি।
১৫ এপ্রিল থেকে ক্ষমতার লড়াইয়ে জড়িয়েছে দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক বহর আরএসএফ। এই লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৮শ’র বেশি মানুষ। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি।
জাতিসংঘের শঙ্কা, এই মুহূর্তে দেড় কোটির ওপর মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।
ইউএইচ/

