Site icon Jamuna Television

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের মুখোমুখি হবে গুজরাট

আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার, যেখানে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটান্স। খেলাটি শুরু হবে রাত ৮টায়।

পুরো আসরজুড়ে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দারুণ ক্রিকেট খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। বিজয় শঙ্কর, নুর আহমদ, জশ লিটলের মতো ক্রিকেটাররাও হয়ে উঠেছেন দলের জন্য অপরিহার্য ক্রিকেটার।

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির বড় অস্ত্র হয়ে উঠেছেন আজিঙ্কা রাহানে, তুষার দেশপান্ডে ও মাথিশা পাথিরানা। চলতি মৌসুমে একবার মুখোমুখি হয়েছিল এই দু’দল। সেখানে গুজরাটের কাছে ৫ উইকেটে হেরেছিল চেন্নাই।

বিজয়ী দল সরাসরি ২৮ মে’র ফাইনালে খেলবে, আর পরাজিত দল খেলবে ২৬ মে’র ২য় কোয়ালিফায়ারে। সবশেষ গতবারের ফাইনালে গুজরাট হারিয়েছিল রাজস্থানকে। আর চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সবশেষ শিরোপা জিতেছিল ২০২১ সালে।

ইউএইচ/

Exit mobile version