Site icon Jamuna Television

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত ব্যবসায়ী আলী আকবর বাপ্পী।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে আলী আকবর বাপ্পী (৩৩) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে।

সোমবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে শহরের পার দিঘুলীয়া সেতুর পাশে তাকে হত্যা করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আতিকুর রহমান বলেন, ভোররাতে বাপ্পীর লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রেখেছে সদর থানা পুলিশ। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএআর/

Exit mobile version