Site icon Jamuna Television

এক পাঙাশের দাম ৩২ হাজার টাকা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির এক‌টি পাঙাশ মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩১ হাজার ৯০০ টাকায়।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টার দি‌কে দৌলতদিয়া ৬ নম্বর ফে‌রি ঘাট থে‌কে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে কেসমত মোল্লার আড়ত থে‌কে ১ হাজার ৪৫০ টাকা কেজি দ‌রে মোট ৩১ হাজার ৯শ’ টাকায় মাছ‌টি কি‌নে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এর আগে সকা‌লে ফে‌রি ঘা‌টের অদূরের পদ্মায় বাসু‌দেব হলদা‌র নামে এক জে‌লের জা‌লে মাছ‌টি ধরা প‌ড়ে।

জানা‌ গে‌ছে, জে‌লে বাসু‌দেব হলদার প্রতিদিনের ন্যায় তার সহ‌যো‌গীদের নি‌য়ে
ভোররা‌তে পদ্মায় মাছ ধর‌তে জাল ফে‌লেন। সকালে জাল টে‌নে তুল‌তেই দে‌খেন তা‌র জা‌লে বড় এক‌টি পাঙাশ মাছ আটকা পড়েছে। প‌রে তি‌নি মাছ‌টি দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রি ঘা‌টে নিয়ে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে বিক্রি ক‌রেন।

দৌলত‌দিয়ার ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে ১ হাজার ৪৫০ টাকা কেজি দ‌রে পাঙাশটি কিনেছেন। এখন মাছ‌টি সামান্য লাভে বিক্রির জন্য ‌মোবাইল ফো‌নে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে যোগা‌যোগ কর‌ছেন। আশা করছেন দুপুরের ম‌ধ্যেই মাছ‌টি বিক্রি হয়ে যাবে।

ইউএইচ/

Exit mobile version