Site icon Jamuna Television

৮ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

ছবি : সংগৃহীত

বিভিন্ন অভিযোগে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযোগের মধ্যে রয়েছে, ভিসা‌ আবেদনের সময় দেখানো ঠিকানায় হাজীদের না উঠানো, পৌঁছানোর পর সাথে গাইড না দেয়া প্রভৃতি।

সোমবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেয়া হয়। এসেন্সিগুলোকে আগামী ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়ে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা‌ হয়, গত ২১ মে বিজি ৩০০৫ নম্বর ফ্লাইটে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় পাঠানো হয়। এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে সে হোটেলে তাদের না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে তাদের উঠানো হয়।

মক্কার এ সব হোটেলে হজযাত্রীদের রিসিভ করার জন্য এজেন্সির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে হজযাত্রীরা তাদের জন্য নির্ধারিত হোটেল খুঁজে পেতে সমস্যায় পড়েন। ভিসা অনুসারে হোটেল না হওয়ায় তাদের লাগেজ হোটেলে পৌঁছাতে সমস্যা হয়। পরে হজ মিশনের চেষ্টায় বিষয়টি সমাধান হলেও এটি বিব্রতকর অবস্থার সৃষ্টি করে।

আরও বলা হয়, এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনায় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১২ ধারা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে।

এছাড়া বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকেও শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গত ২২ মে‌ বিকেল ৩টায় মদিনায় সমন্বিত হজ চিকিৎসক দলের দলনেতার নিকট রিপোর্ট করার নির্দেশনা থাকলেও‌ তিনি তা করেননি। কেন‌ তিনি অনুপস্থিত ছিলেন‌ তা আজকের (২৩ মে) মধ্যে মৌসুমি হজ অফিসার, মক্কা-আল-মোকাররমা, সৌদিআরবের নিকট দিতে হবে।

এএআর/

Exit mobile version