Site icon Jamuna Television

আ. লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া: ফখরুল

ফাইল ছবি

আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর বাসভবনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, দেশব্যাপী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে দোর্দণ্ড প্রতাপ শুরু করেছে শাসকগোষ্ঠী। দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তার লাভ ঘটেছে। দেশে ন্যায়বিচার বিলীন হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে বর্বরোচিত এই হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

আরও পড়ুন: আবারও করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

/এম ই

Exit mobile version