Site icon Jamuna Television

গুইমারায় সোলার সিস্টেম বিতরণে অর্থ দাবির অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে সোলার সিস্টেম বিতরণ নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রকল্পের আওতাধীন ভুক্তভোগীদের। টাকা দিয়েও সোলার সিস্টেম না পাওয়ার তালিকায় নাম থাকায় হতাশ অনেকে।

১নং গুইমারা সদর ইউনিয়নের ভুক্তভোগী পাহাড়ি-বাঙ্গালীদের অভিযোগ, বিদ্যুৎহীন হতদরিদ্র পরিবারগুলোকে বিদ্যুতের আওতায় আনতে বিনামূল্যে সোলার সিস্টেম বিতরণের উদ্যোগ নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। নির্দিষ্ট করা এলাকার লোকজন সরকারিভাবে এ সোলার সিস্টেম পাওয়ার আশায় স্থানীয় মেম্বারের হাতে ছবি ও ভোটার আইডি কার্ড জমা দেন। তাদের অনেকের কাছ থেকে চার হাজার টাকা করে দাবি করেন স্থানীয় এক ইউপি মেম্বার।

তালিকাভুক্ত আবেদনকারীদের কাছ থেকে সরকারি সোলার সিস্টেম দিতে টাকা চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অনেকে টাকা দিয়েও তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন।

এছাড়াও স্থানীয় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে সরকারি আশ্রয়ন প্রকল্প ও ভিজিডি কার্ড দেয়ার নামে টাকা
চাওয়ার অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৫ মে গুইমারা উপজেলার সদর ইউনিয়নে প্রায় ১ হাজার বিদ্যুৎহীন দরিদ্র পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ ব্যবস্থা বিতরণের কথা আছে।

/এসএইচ

Exit mobile version