দেশের সর্বোচ্চ মেধাবীদের অস্ত্র ও টাকা দিয়ে জিয়াউর রহমান যেভাবে একটি প্রজন্মকে ধ্বংস করেছে, তেমনি বিএনপি সরকারের উদাসীনতায় দেশের নদীগুলোও ধুকে ধুকে মৃত্যুর পথে চলে গেছে; এ কথা বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নদী আমার মা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার প্রজ্ঞার কারণেই নদী নিয়ে বড় বড় প্রকল্পের কাজ চলমান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শুধু সড়ক ও রেলপথ নয়, নৌ পথেও দেশের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগের মাস্টারপ্লান অনুসারে কাজ করে চলেছে। এজন্য বিএনপি আমলের মাত্র ৭টি ড্রেজারের জায়গায় এখন ৪৫টি ড্রেজার কাজ করছে নদীর নাব্যতা ধরে রাখতে। একইসাথে নৌপথে নিরাপত্তা নিশ্চিতে নৌযানের ফিটনেস নিয়েও কাজ করছে বিআইডাব্লিউটিএ ও বিআইডাব্লিউটিসি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে নদীমাতৃক বাংলাদেশে অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হবে আমাদের নদী।
নোঙর বাংলাদেশ আয়োজিত এই আলোচনা সভায় ২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবি জানানো হয়।
/এমএন

