প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার দুইদিন পরও মির্জা ফখরুল কোনো কথা বলেনি। বিএনপির কোনো জ্যেষ্ঠ নেতাও কথা বলেনি। তারা নীরব দর্শক কেন, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দেন তিনি। জানালেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা চুপ থাকায় হত্যার এই হুমকি রাজশাহী বিএনপি নেতার বক্তব্য নয়। এটা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির একদফা।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে সাড়া না পেয়ে তারা এখন ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে চিরতরে শেষ করতে। শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি বাংলাদেশকে ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত করতে চায়। ’৭৫ আর ২০২৩ এক নয়, বিএনপির এটা উপলদ্ধি করা উচিত। শেখ হাসিনার ওপর হামলা হলে আওয়ামী লীগ কর্মীরা চুপ করে বসে থাকবে না।
শেখ হাসিনাকে হত্যার হুমকি কর্মীদের অনুভূতিতে কতটা আঘাত করেছে, তা সারাদেশের বিক্ষোভে বোঝা গেছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
/এমএন

