Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরএস ও আরাকান বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরাকান বাহিনী ও আরএস সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কার্যক্রম বন্ধে যৌথবাহিনী কাজ করবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তাও নেয়া হবে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা যাতে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা যেন ক্যাম্পে ঢুকতে না পারে সেজন্য সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হবে, সেখানে নেতৃত্ব দেবে সেনাবাহিনী।

আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা হবে। সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র যাতে না ঢুকতে পারে সেটাই মূল উদ্দেশ্য।

রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। শিগগিরই এর ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

/এমএন

Exit mobile version