Site icon Jamuna Television

নাটোরে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোর সদর উপজেলার চৌরী গ্রামে সালিশ বৈঠকের সময় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেn। আহতদের সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২২ মে) সকালে চৌরী গ্রামে খেলাধুলার সময় মারামারি হয় আব্দুস সাত্তার ও তার প্রতিবেশী শফিকের সন্তানদের মধ্যে। বিষয়টি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয় উভয় পরিবার। পরে গ্রাম প্রধানরা গিয়ে পরিস্থিতি শান্ত করে বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার (২৩ মে) বিকেলে সালিস আহবান করে।

সালিশ শুরুর সময় একপক্ষ অচমকা অপরপক্ষের ওপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এসএইচ

Exit mobile version