বাংলাদেশের অগ্রগতি কোনো মিরাকল নয়, এটি দেশের মানুষের কষ্টার্জিত সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, শুধু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ সময় ভবিষ্যৎ নেতাদের সাত দফা পরামর্শ দেন বাংলাদেশের সরকার প্রধান।
মঙ্গলবার (২৩ মে) কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তরুণ নেতৃত্ব গড়তে বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, জ্ঞানভিত্তিক স্মার্ট প্রজন্ম গড়তে কাজ করছে বাংলাদেশ। গেলো ১৪ বছরের পরিকল্পিত উদ্যোগে দেশ অগ্রগতির পথে হাঁটছে।
এর আগে, এদিন কাতার ইকোনোমিক ফোরামে অংশ নেন দোহায় সফররত প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠক। জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবর্তীত বাজার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি ও বিদেশি বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায়।
এই সফরে আরও কয়েকটি বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এমএন

