Site icon Jamuna Television

ভিনিসিয়াসের পুত্তলিকা ঝোলানোর দায়ে গ্রেফতার চার

ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র স্পেনে গিয়ে বিপাকে পড়েছেন। রিয়াল মাদ্রিদে খেলতে গিয়ে রীতিমতো বর্ণবাদী নানারকম অপমানও সহ্য করছেন।

গত ২৬ জানুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের দিন সকালে মাদ্রিদের এক হাইওয়েতে ভিনিসিয়াসের ঝুলন্ত মূর্তি দেখা যায়। মূর্তির পেছনে ব্যানারে লেখা ছিল- ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’

তদন্ত করে সেই ঘটনায় মঙ্গলবার (২৩ মে) চারজনকে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ।

এক অফিসিয়াল বিবৃতিতে লা লিগা বলেছে, ‘ভিনিসিয়াস জুনিয়রের প্রতি ঘৃণা ও ভীতি ছড়ানোর তীব্র নিন্দা করছে লা লিগা। অতীতের মতো এবারো নিরাপত্তাবাহিনী দিয়ে তদন্ত করে দেখবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির চেষ্টা করবে।

গত এক বছরে ভিনিসিয়াস কিভাবে বর্ণবাদের শিকার হয়েছেন তার প্রামাণ্যচিত্র তুলে ধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন। 

সেখানে তিনি লেখেন- বাইরে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এ মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়!

/আরআইএম 

Exit mobile version