স্বাধীন, স্বচ্ছ ও দায়িত্বশীল গণমাধ্যম অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে ইন্দোনেশিয়ায় ১৮তম এশিয়া মিডিয়া সামিটের উদ্বোধনী দিনে ‘অর্থনৈতিক পুণর্গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অধিবেশনে এ কথা জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীন বিকাশ ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান করা সম্ভব হয়েছে।
হাছান মাহমুদ আরও বলেন, করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগ এবং নীতি দেশের নাগরিকদের কাছে তুলে ধরতে সহায়ক হিসেবে কাজ করে। তাই বিশ্বের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সরকার ও গণমাধ্যম হাতে হাত রেখে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
এ সম্মেলনে কম্বোডিয়া, মিয়ানমারসহ এশিয়ার বিভিন্ন দেশের তথ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
/এমএন

