Site icon Jamuna Television

টানা দ্বিতীয়বার ফাইনালে যেতে গুজরাটের লক্ষ্য ১৭৩

ছবি: সংগৃহীত

আইপিএল ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে চারবারের শিরোপাজয়ী দল চেন্নাই।

দলের হয়ে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৬০ রানে করেন রুতুরাজ গায়কওয়াদ। ৩৪ বলে ৪০ রান করেন ডেভন কনওয়ে। ১৬ বলে ২২ রান করেন রবিন্দ্র জাদেজা।

আইপিএলর গত আসরে প্রথমবার অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হয় গুজরাট। এবারও শিরোপা ধরে রাখার মিশনে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে গুজরাটকে ১২০ বলে ১৭৩ রান করতে হবে।

এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ২৮ মে ফাইনালে খেলবে। তবে যারা হেরে যাবে তারা আরও একটি সুযোগ পাবে।

আগামীকাল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল। সেই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে।

/আরআইএম

Exit mobile version