Site icon Jamuna Television

বেলগোর্দে ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রবেশ, রুশ অভিযানে নিহত ৭০

ছবি : সংগৃহীত

রাশিয়ার সীমান্ত শহর বেলগোর্দে ছড়িয়েছে নতুন উত্তেজনা। পুতিন প্রশাসনের দাবি, দু’দিনের পাল্টাপাল্টি হামলায় ৭০ জনের বেশি ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে চারটি সাঁজোয়া যান। খবর রয়টার্সের।

১৫ মাস ধরে চলমান যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ ঘটিয়ে চালানো হলো হামলা। শহরের গভর্নর জানান, সোমবার (২২ মে) থেকে সন্ত্রাসবাদ নির্মূল অভিযান চালানো হচ্ছে। পাল্টাপাল্টি এ সংঘাতে প্রাণ গেছে এক রুশ গ্রামবাসীর।

মস্কোর অভিযোগ, দুটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলার পেছনে দায়ী। যাদেরকে মদদ দিচ্ছে কিয়েভ ও পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র। রুশ ভূখণ্ডে হামলার বিষয়টি সাফ অস্বীকার করছে জেলেনস্কি প্রশাসন।

এদিকে মার্কিন পররাষ্ট মন্ত্রণালয়ও বলছে, কীভাবে যুদ্ধ পরিস্থিতি সামাল দেবে ইউক্রেন সেটা একান্তই তাদের ব্যাপার। পশ্চিমা বিশ্ব শুধু তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে। বেলগোর্দে ধ্বংস করা সমরযানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের হামবিজ।

এএআর/

Exit mobile version