Site icon Jamuna Television

শীর্ষ নেতাদের পদত্যাগে বড় ধাক্কা খেলো ইমরান খানের দল

ছবি : সংগৃহীত

পাকিস্তানে চলমান অস্থিরতার মধ্যে প্রথমবার বড় ধাক্কা খেলো ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সর্বশেষ দল ছাড়লেন শীর্ষ ও জনপ্রিয় নেতা ডক্টর শিরিন মাজহারি। খবর জিও নিউজের।

মাজহারি জানান, রাজনীতিতে আর সক্রিয় থাকছেন না তিনি। গত দুই সপ্তাহে দুইবার তাকে উসকানি ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়। ১২ দিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন।

মঙ্গলবার (২৩ মে) জামিনে মুক্ত হয়েই তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানেই শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দল ত্যাগের ঘোষণা দেন মাজহারি। পাশাপাশি ৯ ও ১০ মে ঘটা নাশকতার কঠোর নিন্দা জানান।

মাজহারি বলেন, যেকোনো সরকারি স্থাপনা, সামরিক দফতর বা পার্লামেন্টে হামলা চালানো শাস্তিযোগ্য অপরাধ। চলমান অস্থিরতার মধ্যে ইমরান খানের দলের ১৩ শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের দল ছাড়তে চাপ দেয়া হচ্ছে এমন অভিযোগ করেছে পিটিআই। এছাড়া সহিংসতার জেরে আটক করা হয়েছে ১১ হাজার কর্মী-সমর্থককে।

এএআর/

Exit mobile version