Site icon Jamuna Television

ধোনিকে ঘৃণা করতে হলে ‘সত্যিকারের শয়তান’ হতে হবে: হার্দিক

ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে ঘৃণা করতে হলে ‘সত্যিকারের শয়তান’ হতে হবে বলে মন্তব্য করেছেন হার্দিক পান্ডিয়া। গুঞ্জন আছে, এবারই নিজের শেষ আইপিএল খেলছেন ধোনি। চিদাম্বরাম স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ারে ধোনির চেন্নাই সুপার কিংস ১৫ রানের জয় পেয়েছে পান্ডিয়ার গুজরাট টাইটান্সের বিপক্ষে।

ভারতের ক্রিকেটাঙ্গণে ধোনির ভক্ত নেই, এমন ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। দল-মত-নির্বিশেষে তাকে প্রায় সবাই পছন্দ করেন। অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ ধোনি। অন্যদের মতো হার্দিক পান্ডিয়াও সাবেক অধিনায়কের দারুণ ভক্ত। ২০১৬ সালে অভিষেকের পর ধোনির সঙ্গে ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হার্দিক। যারা ক্রিকেট ভালোবাসে, তাদের কেউই ধোনিকে ঘৃণা করতে পারে না বলেই বিশ্বাস হার্দিকের।

গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, মহেন্দ্র সিং ধোনির অগণিত ভক্তের মধ্যে আমিও একজন হয়ে থাকবো। এমএস ধোনিকে ঘৃণা করার জন্য আপনাকে ওর বড় শত্রু হতে হবে। অবশ্যই আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওকে দেখে অনেক ইতিবাচক জিনিস শিখেছি। তার জন্য যে খুব বেশি কথা হয়েছে, তেমনটাও নয়। কিন্তু আমার জন্য ও শুধু আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, ওকে আমি ঠাট্টা করি, ওর সঙ্গে আমি চিল করি।

ইউএইচ/

Exit mobile version