Site icon Jamuna Television

এক সপ্তাহ অস্ত্রবিরতির ১ম দিনই খার্তুমের আকাশে উড়লো ফাইটার জেট

সিএনএন থেকে সংগৃহীত ছবি।

সুদানে এক সপ্তাহের অস্ত্রবিরতির প্রথম দিনেই খার্তুমের আকাশে উড়েছে ফাইটার জেট। এছাড়া গোলাবারুদ ছোড়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকটি এলাকায় এখনও চলছে সংঘাত। খবর সিএনএনের।

সোমবার (২২ মে) মানবিক করিডোরের মাধ্যমে, বেসামরিকদের নিরাপদে সরিয়ে নিতে অস্ত্র বিরতিতে সম্মত হয় সুদানের সেনাবাহিনী ও দেশটির আধা সামরিক বহর-আরএসএফ। যদিও এ অস্ত্র বিরতি কার্যকর হওয়া নিয়ে সংশয় আছে আন্তর্জাতিক মহলের।

এর আগে, ছয়বার অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতার লড়াইয়ে জড়িয়েছে দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক বহর আরএসএফ। এ লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৮শ’ এর বেশি মানুষ। আহত পাঁচ হাজারের বেশি।

/এসএইচ

Exit mobile version