Site icon Jamuna Television

“উত্তর কোরিয়ার সাথে আলোচনা সময় অপচয়”

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনা করার অর্থ হলো ‘সময়ের অপচয়’। রোববার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের উদ্দেশ্য এই টুইট বার্তা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেশ কয়েকটি টুইট বার্তায় তিনি টিলারসনকে কর্মশক্তি নষ্ট না করার পরামর্শ দেন। বলেছেন, লিটল রকেটম্যানের সাথে আলোচনা করে, কর্মশক্তি নষ্ট করার কোন মানে হয় না। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।সম্প্রতি, দু’দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করুক। গত মাসেও দেশটি ক্ষুদ্রতম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। এই বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে সংযুক্ত করা সম্ভব। পিয়ংইয়ং’র দাবি, তাদের এই পরীক্ষা শতভাগ সফল।

Exit mobile version