Site icon Jamuna Television

সিটি করপোরেশন নির্বাচনে সরকারের হস্তক্ষেপ নেই: তাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

সিটি কর্পোরেশনগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হলেও নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। সিটিতে সুষ্ঠু নির্বাচন হবে, এটিই সরকার চায়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্বাচনে আগের চেয়ে সহিংসতা কমেছে। আশা করা যায় গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হবে। যিনিই নির্বাচিত হবেন তিনি মন্ত্রণালয়ের সাথে কাজ করবেন বলেও আশা করেন তাজুল ইসলাম।

এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু সংক্রমণের হার ও মৃত্যু বেড়েছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

তাজুল ইসলাম বলেন পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমাদের দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক ভালো। এ বছর ডেঙ্গু বাড়বে জেনে জানুয়ারি মাস থেকেই উদ্যোগ নিয়েছে সরকার। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশের সফলতার হার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বলে দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী।

/এম ই

Exit mobile version