Site icon Jamuna Television

২০ কিলোমিটার ধাওয়া করে পলাতক পাত্রকে ধরে আনলেন কনে, অবশেষে হলো বিয়ে

ছবি : সংগৃহীত

আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক, কিন্তু বিয়ে করতে রাজি নন পাত্র। তাই বিয়ের দিন লুকিয়ে লুকিয়ে শহর ছাড়ছিলেন প্রেমিক। কিন্তু রেহাই মেলেনি। কনের সাজে থাকা প্রেমিকা পলাতক পাত্রকে ২০ কিলোমিটার ধাওয়া করে ধরে ফেলেন। পরে পার্শ্ববর্তী মণ্ডপে নিয়ে সেরে ফেলেন শুভ কাজও। খবর এনডিটিভির।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবরে বলা হয়েছে, রাজ্যের বদায়ুন জেলার বারাদারির বাসিন্দা ওই যুবক। আড়াই বছর সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। রোববার বরেলীর ভূতেশ্বরনাথ মন্দিরে বিয়ে দিনও ধার্য করা হয়।

কিন্তু বিয়ের দিন পাত্রী ও তার পরিবারের সদস্যরা মন্দিরে পৌঁছলেও যাননি পাত্রপক্ষ। দীর্ঘ অপেক্ষার পর পাত্রকে ফোন করা হলে, তিনি জানান, মাকে আনতে বদায়ুন যাচ্ছেন তিনি। মাকে নিয়েই যাবেন মণ্ডপে।

কিন্তু এ কথা শোনামাত্রই সন্দেহ হয় কনের! তার মনে হয় বিয়ের আগেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন হবু স্বামী। এক মুহূর্তও সময় নষ্ট না করে একটি গাড়িতে উঠে বরকে ধাওয়া করেন কনে ও তার পরিবারের সদস্যরা।

একপর্যায়ে প্রায় ২০ কিলোমিটার দূরে ভীমোরা থানার কাছে পাত্রকে ধরে ফেলেন। এরপর পাত্রকে নিয়ে সরাসরি স্থানীয় একটি মন্দিরে চলে যান কনে। উভয় পরিবারের উপস্থিতিতে ভীমোরা মন্দিরেই বিয়ে হয় তাদের।

এএআর/

Exit mobile version