
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে সরাসরি আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি ফোর সুপার টাইফুন ‘মাওয়ার’। খবর বার্তা সংস্থা এপির।
আশঙ্কা করা হচ্ছে, অঞ্চলটিতে গেল ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হবে এটি।
আবহাওয়া অফিস জানায়, ক্রমেই দ্বিপটির দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। অঞ্চলটিতে জরুরি সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, গুয়ামে প্রবল বাতাস ও ঝড়বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, টাইফুন আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২২৫ কিলোমিটার। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ইউএইচ/



Leave a reply