Site icon Jamuna Television

বান্দরবানে সড়কের পাশে ফেলে যাওয়া বাইক চালকের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলায় বান্দরবান-চিম্বুক সড়কের ৮ কিলোমিটার এলাকার রাস্তার পাশে মেদো মারমা নামে (৩৪) এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) সকালে ৪নং সুয়ালক ইউনিয়নের ৬জং ওয়ার্ডের গেৎসমনি পাড়া ও ম্রোলং পাড়ার মধ্যস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেদো মারমা রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়ুয়া পাড়া গ্রামের প্রুথোয়াই অং মারমা ছেলে। তিনি পেশায় মোটরবাইক ভাড়া চালক ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল সে বিকালের দিকে বান্দরবান হতে রুমা যাওয়ার পথে খক্ষ্যং ঝিড়ির পরে পাহাড়ি সড়কে বাইকে সাথে টিএস ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় টিএস চালকরা বান্দরবানের উদ্দেশে তুলে নিয়ে আসার পথে তাকে সড়কের পাশে ফেলে দিয়ে যায়। সকালে এলাকার লোকজন একটি লাশ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনায় তার মৃত্যু নাকি আহত অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে সেটি ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version