Site icon Jamuna Television

তুরস্কে মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

তুরস্কে মার্কিন এক মার্কিন ধর্মযাজকের গ্রেফতার নিয়ে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়ে ওঠছে। আজ সোমবার স্থানীয় সময় ভোরে আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

তবে এতে কেউ হতাহত হয়নি।

আল জাজিরা জানিয়েছে, কয়েকজন বন্দুকধারী গাড়িতে করে এসে মার্কিন দূতাবাস ভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দূতাবাসের নিরাপত্তা কেবিনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূতাবাস বন্ধ রয়েছে।

সিএনএন টার্ক বলছে, পুলিশ বন্দুকধারীদের খুঁজছে। তারা একটি সাদা গাড়িতে করে পালিয়ে গেছে। চার অথবা পাঁচটি গুলির শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে পুলিশ।

যাজক অ্যান্ড্রিউ ব্রুনসনকে তুরস্কে আটক ও সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করা নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুতে ট্রাম্প প্রশাসন তুরস্কের ওপর অবরোধ আরোপ এবং স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। এতে ডলারের তুলনায় তুর্কি মুদ্রা লিরার মূল্য অস্বাভাবিক হারে কমে গেছে।

Exit mobile version