ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি সুশাসনের অভাব, এমনটা মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বলেছেন, ব্যাংকিং খাতে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে। এগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে এ খাতে আস্থাহীনতা দেখা দিতে পারে।
বুধবার (২৪ মে) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ আয়োজিত ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুর রউফ তালুকদার বলেন, ব্যাংকের ৭৫ শতাংশ লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। ২০২৭ সালের মধ্যে ক্যাশ লেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণে আমাদের প্রযুক্তিগত জ্ঞান ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।
২ দিনের এই সম্মেলনে ৪৬টি বাণিজ্যিক ব্যাংকের দেড়শ কর্মকর্তা অংশ নিয়েছেন।
/এমএন

