ইউক্রেনের বাখমুত শহর দখলের চেষ্টায় প্রায় ২০ হাজার ওয়াগনার যোদ্ধা নিহত হয়েছে বলে স্বীকার করেছেন রাশিয়ার ভাড়াটে বাহিনীটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। খবর আল জাজিরা’র।
ক্রেমলিনপন্থী এক রণকৌশলীকে দেয়া সাক্ষাৎকারে প্রিগোজিন বলেন, নিয়মিত রুশ সেনারা যুদ্ধের সময় বেসামরিক মানুষকে হত্যা করেছে, যা মস্কো বারবার এবং প্রবলভাবে অস্বীকার করে।
ইউক্রেন এখনও তাদের কতসংখ্যক সৈন্য নিহত হয়েছে সে সম্পর্কে সঠিক কোনো হিসেব দেয়নি। যুক্তরাষ্ট্র বলছে, মৃতদের অর্ধেকই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনা।
তবে বিশ্লেষকরা বলেন, নয় মাসের যুদ্ধে বাখমুতসহ ইউক্রেনে ১০ হাজার সেনা নিহত হয়েছে। এরমধ্যে রাশিয়ান সেনারাও আছেন
ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন আরও বলেন, রাশিয়া চেয়েছিল ইউক্রেনকে ‘অসামরিকীকরণ’ করতে। কিন্তু পশ্চিমা মিত্ররা কিয়েভকে অস্ত্র সরবরাহ এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী করেছে। ফলে রাশিয়ার পরিকল্পনা অনেকটা ভেস্তে গেছে।
/এনএএস

