Site icon Jamuna Television

ইতালির বন্যার্তদের ২০০ কোটি ইউরোর সহায়তা ঘোষণা

ইতালির বন্যা দুর্গতদের জন্য ২০০ কোটি ইউরোর সরকারি সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর সিসিটিভির।

দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, মঙ্গলবার (২৩ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কয়েক ক্যাটাগরিতে দেয়া হবে সহায়তা। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষক এবং যারা চাকরি হারিয়েছে তাদেরও দেয়া হবে সহায়তা। এছাড়া দুর্গত অঞ্চলের বাসিন্দাদের আগামী কয়েক মাসের ট্যাক্স এবং গ্যাস ও বিদ্যুৎসহ অন্যান্য বিল স্থগিত করা হয়েছে।

গেলো সপ্তাহ থেকেই, বন্যায় প্লাবিত ইতালির উত্তরাঞ্চল। দুর্যোগে মৃত্যু হয় অন্তত ১৪ জনের।

এটিএম/

Exit mobile version