Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে চিন্তিত নয় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে সরকার চিন্তিত নয়, কারণ সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। বুধবার (২৪ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যমুনা নিউজকে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা কোনো স্যাংশন নয়। বরং নির্বাচনের আগে পরে সহিংসতা করলে বিএনপি নেতারাও ভিসা নিষেধাজ্ঞায় পড়ার সুযোগ আছে।

এর আগে, একইদিন রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে নতুন একটি ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেয়া হবে।

এটিএম/

Exit mobile version