Site icon Jamuna Television

মার্টিনেজের জোড়া গোলে কোপা ইতালিয়ার শিরোপা জিতলো ইন্টার

ছবি: সংগৃহীত

শুরুটা যে আভাস দিল সেটিকে পূর্ণতা দিতে পারলো না ফিওরেন্তিনা। লাউতারো মার্টিনেজের নৈপুণ‍্যে ঘুরে দাঁড়ালো ইন্টার মিলান। আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেজের জোড়া গোলে ফিওরেন্তিনাকে ২-১ গলের ব্যবধানে হারিয়ে আরও একবার ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মিলান-ফিওরেন্তিনা। ম্যাচের ৩য় মিনিটে সবাইকে চমকে দিয়ে এগিয়ে যায় ফিওরেন্তিনা। জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকিটা সারেন অনায়াসে।

ছবি: সংগৃহীত

এরপর চলতে থাকে লড়াই। পিছিয়ে পড়া ইন্টার মিলানের ত্রাতারূপে আবির্ভাব হন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। ২৯ মিনিটে মার্সেলো ব্রোজোবিকের বাড়ানো বল থেকে গোল আদায় করেন আলবিসেলেস্তে তারকা। চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের হয়ে এটি তার ২৬তম গোল।

ছবি: সংগৃহীত

লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মিলান শহরের ক্লাবটির। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড। নিকো বারেলিয়া বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পরাস্ত করেন ফিওরেন্তিনা গোলরক্ষককে। এরপর দুই দলই লড়তে থাকে সমান তালে। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানে।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে বদলি নেমে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন রোমেলু লুকাকু। ডি বক্সের থেকে তার বুলেট গতির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফিওরেন্তিনা গোলরক্ষক। পাঁচ মিনিট পর গঞ্জালেসের শট ঠেকিয়ে ইন্টারের ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক সামির হান্দানোভিচ।

এরপর বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই গোলের সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। তবে কোনো দলই পায়নি জাল স্পর্শের সুযোগ। শেষ অবধি ২-১ গোলের জয় নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে ইন্টার মিলান।

ইতালিয়ান কাপে এটি ইন্টার মিলানের নবম শিরোপা, এবার জিতে দলটি স্পর্শ করেছে রোমাকে। তাদের চেয়ে বেশি শিরোপা (১৪) আছে কেবল তুরিনের ক্লাব য়্যুভেন্তাসের।

/আরআইএম

Exit mobile version